ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন টেস্টেও নেই কোহলি, ছিটকে গেলেন আয়ারও

ক্রীড়া ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২০

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজেই খেলা হচ্ছে না বিরাট কোহলির। ব্যক্তিগত কারণে প্রথম দুই ম্যাচ না খেলা কোহলি, সিরিজের বাকি তিন টেস্টও খেলতে না চাওয়ার কথা জানিয়েছেন। আর চোটের কারণে বাকি তিন ম্যাচ খেলা হচ্ছে না শ্রেয়াস আয়ারের। ছিটকে গেছেন এই ব্যাটার।
চোটের কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। চোট কাটিয়ে দুজনই ফিরেছেন। তৃতীয় টেস্ট খেলতে পারবেন কিনা তা মেডিক্যাল রিপোর্টের সবশেষ অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া ভারতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার আকাশ দীপ। আজ বাকি তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল।
সম্প্রতি ইংল্যান্ড লায়নসের বিপক্ষে ভারত 'এ' দলের হয়ে তিন ম্যাচ সিরিজে নজর কাড়েন আকাশ দীপ। ১৮.৭২ গড়ে তাঁর শিকার ১১ উইকেট।
এছাড়া তিন টেস্টের দলে আছেন তিন পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং মুকেশ কুমার।
পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতায়। ১৫ ফেব্রুয়ারি রাজকোর্টে শুরু হবে তৃতীয় টেস্ট। এরপর চতুর্থ টেস্ট রানচিতে শুরু ২৩ ফেব্রুয়ারি এবং পঞ্চম টেস্ট হবে ধর্মশালায়, শুরু ৭ মার্চ।