আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। সেই সঙ্গে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে, সন্ধ্যায় ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই কমিটির অনুমোদন দেন।