ম্যাচের প্রথমার্ধে পিএসজিকে ঠিক খুঁজে পাওয়া গেল না। নিষ্প্রভ ছিলেন দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেও। তবে বিরতির পর খোলস ছেড়ে বের হলেন এই বিশ্ব চ্যাম্পিয়ন। চোট থেকে ফিরে পেলেন জালের দেখা। দারুণ আরেকটি গোল করলেন বাহলি বারকোলা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারাল ফরাসি চ্যাম্পিয়নরা। আর এ জয়ে আসরটির কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখল লুইস এনরিকের শিষ্যরা।
বুধবার রাতে পার্ক দেস প্রিন্সেসে সোসিয়েদাদকে আমন্ত্রণ জানায় পিএসজি। যেখানে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান বারকোলা।
এ বছরের গ্রুপ পর্বে খেলায় রক্ষণের দিক থেকে সেরা দল ছিল রিয়াল সোসিয়েদাদ। ছয় ম্যাচই অপরাজিত (তিন জয়, তিন ড্র), চার ম্যাচে ক্লিনশিট, কম গোল হজম (২) এবং বিপক্ষে লক্ষ্যে শটও সবচেয়ে কম (১২)। তবে আজ সেটা ভাঙল।
বিরতির পর শুরু থেকে সোসিয়েদাদের ওপর চাপ বাড়ায় পিএসজি। ৫৮তম মিনিটে গোলের দেখা পায় তারা। কর্নারে মার্কিনিয়োসের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান অরক্ষিত এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে ৬৮ ম্যাচে এমবাপের গোল হলো ৪৪টি। তিনি ছাড়িয়ে গেলেন ৪৩ গোল করা সাবেক ক্লাব সতীর্থ নেইমারকে। এছাড়া এই গোলে একটি রেকর্ডও হয়েছে ফরাসি তারকার। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে শুরু করা টানা ১০ ম্যাচে গোল (মোট ১৩) করলেন এমবাপ্পে।
খেলার ৭০তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। ফাবিয়ান রুইসের পাস বাঁ দিকে পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। নিচু শটে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন তরুণ ফরাসি ফরোয়ার্ড।
সোসিয়েদাদের মাঠে আগামী ৫ মার্চ হবে ফিরতি লিগ।