হাসপাতালে ক্রিকেটার মোস্তাফিজ

নিজস্ব সংবাদদাতা
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫০

বিপিএলে অনুশীলন করতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। সেই আঘাতে রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ কোনও ম্যাচ নেই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত অনুশীলনেই সময় কাটাচ্ছিলেন তারা। অনুশীলনে যখন ঘটনাটি ঘটে তখন লিটন দাস ব্যাট করছিলেন। বল করছিলেন মোস্তাফিজ। বোলিং মার্কে যাওয়ার সময় লিটনের একটি শট এসে মোস্তাফিজের মাথায় আঘাত করে।
যতটুকু জানা গেছে, আঘাতে তার মাথা ফেটে গেছে। তাৎক্ষণিকভাবে মাঠে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে। সেখানেই চিকিৎসার পাশাপাশি তার সার্বিক অবস্থার মূল্যায়ন করা হবে।