সাকিবকে নিয়ে দুঃসংবাদ দিল বিসিবি 

স্পোর্টস ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০১

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। তবে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা ছিলে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে টেস্ট সিরিজেও খেলবেন না সাকিব। 
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। আর তাই জাতীয় দলে ফেরা আরও দীর্ঘ হচ্ছে এই টাইগার অলরাউন্ডারের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
গেল বছরের ওয়ানডে বিশ্বকাপের পর আঙুলের ইনজুরির জন্য আর জাতীয় দলের হয়ে খেলেননি সাকিব। সেই সঙ্গে যুক্ত হয়েছে চোখের সমস্যা। সাকিবকে নিয়ে এক প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, 'সাকিবের ফর্মে ফিরে আসাটা, সে ফর্মেই ছিল তবে তার চোখে একটা সমস্যা ছিল তার জন্য একটা সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা সাময়িক।'
সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন কিনা এমন প্রশ্নে জালাল উইনুস বলেন, 'না ও তো শ্রীলঙ্কা সিরিজ খেকে ব্রেক নিয়েছে।'