হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে রয়েছেন লিওনলে মেসি। চোটের কারণে চলতি মাসের অর্ধেক সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারকে। রোববার (৩১ মার্চ) মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলতে পারবেন না মেসি। আর্জেন্টাইন সুপারস্টার কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামির সহকারী কোচ জাভিয়ের মোরালেস।
আগামী ৪ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সিএফ মন্টেরিকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। সেই ম্যাচে মেসিকে পেতে চায় মায়ামি। আর তাই বিশ্রামে আছেন মেসি। ক্লাবটির সহকারী কোচ জাভিয়ের মোরালেস বলেন, ‘নিউইয়র্ক সিটি ম্যাচে মেসি খেলবে না কারণ সে বুধবার মন্টেরির বিপক্ষে ফেরার চেষ্টা করছে।’
গত ১৪ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে নাশভিলেকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মেসি। এরপর মায়ামির তিন ম্যাচে মাঠের বাইরে আছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।