হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারবেন না মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক
  ০৫ এপ্রিল ২০২৪, ১৫:৩৩

আইপিএলে আজ রাতে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এই ম্যাচে খেলতে পারবেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
গত মঙ্গলবার সন্ধ্যার ফ্লাইটে জরুরি কাছে ঢাকায় আসেন মোস্তাফিজ। যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত কাজের জন্য দেশে এসেছিলেন সিএসকে পেসার। গতকাল রাতে টি-টোয়েন্টি খেলতে যেতে ভিসার কার্যক্রম শেষ করেন মোস্তাফিজ।
ভিসার কাজ শেষে আজ চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মোস্তাফিজের। তবে ভারত ফিরে যাওয়ার আগে কিছু জটিলতায় পড়েছেন এই বাংলাদেশ পেসার। যে কারণে সময়মতো হায়দরাবাদে পৌঁছানো অনিশ্চিত হয়েছে মোস্তাফিজের। ফলে এই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার পেসার। মোস্তাফিজের পরিবর্তে সিএসকের একাদশে থাকতে পারেন রহস্যময় লঙ্কান স্পিনার মাহিশ থিকসানা।
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ:
রাচিন রাবিন্দ্রা, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, সামির রিভজি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিপক চাহার, তুষার দেশপান্ডে ও মহেশ থেকশানা।
এই ম্যাচে চেন্নাই আগে ব্যাট করলে প্রথম ইনিংসে খেলবেন শিবম দুবে। আর বোলিং ইনিংসে তাকে তুলে পাথিরানাকে নামাবে চেন্নাই।