গত এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ওপেনার তানজিদ হাসান তামিমের। ১৫ ম্যাচের ক্যারিয়ারে মাত্র দুটি অর্ধশত ছাড়া বলার মত অর্জন নেই তার। আন্তর্জাতিক ক্রিকেটে সফলতা না পেলেও নিজেকে চিনিয়েছেন ঘরোয়া টুর্নামেন্ট বিপিএলের পারফরম্যান্সে।
এরই ধারাবাহিকতায় এবার পথচলা শুরু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে। অভিষেক দিনে মাঠে নেমেই খেলেছেন মনে রাখার মত একটি ইনিংস। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০তে ৮ চার ও ২ ছক্কায় ৪৭ বলে খেলেছেন ৬৭ রানে ইনিংস।
তাই তো জুনিয়র তামিমের এমন পারফরম্যান্সে আনন্দিত সাইফউদ্দিন।
অভিষিক্ত তামিমের ব্যাটিং নিয়ে তিনি বলেন, অসাধারণ। প্রথম ম্যাচ হিসেবে যে-রকম আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করেছে সত্যিই প্রশংসনীয়। হয়ত বা সৌম্য ভাই ফিট থাকলে ও সুযোগ পেত না। তারপরেও ও সুযোগটা কাজে লাগিয়েছে। ইনশা আল্লাহ আমি ওর কাছ থেকে আশা করব চারটা ম্যাচেও ধারাবাহিক থাকার।
এদিন তানজিদ তামিমকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যাপটা পরিয়ে দেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। অভিষেকে তামিমের ব্যাটে রান আসলেও রান খরা যেন কাটছে না লিটন দাসের। জিম্বাবুয়ের বোলার ব্লেসিং মুজারাবানির ইনসুইঙ্গারে বোল্ড হওয়ার আগে করেন একটি মাত্র রান।
জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
ওয়ানডে সংস্করণে ১৫টি ম্যাচ খেললেও টি-টোয়েন্টিতে তানজিদ হাসান তামিমের অভিষেক হলো আজই। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের প্রথমটিতে নিজের সামর্থ্য প্রমাণও করলেন তরুণ এই ব্যাটার। কয়েকবার জীবন পেলেও দারুণ কিছু শটে খেললেন ৬৭ রানের দুরন্ত এক ইনিংস। তাতে ২৮ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করে জিম্বাবুয়ে। তবে মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসানের বোলিং তোপে ১২৪ রানেই গুটিয়ে যায় রোডেশিয়ানরা। জবাব দিতে নেমে একেবারে শুরুতেই লিটন দাসের উইকেট হারালেও শেষ পর্যন্ত ৮ উইকেটের সহজ জয় পায় টাইগাররা।