সহযোগী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রথমবার কোনও পূর্ণ সদস্য দেশকে হারানোর কীর্তি গড়ে গত মঙ্গলবার। প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে ইতিহাস গড়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সিরিজও জিতে নেয় স্বাগতিকরা। প্রত্যাশা বেড়ে দাঁড়ায় বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার। কিন্তু চারটি পরিবর্তন আনা যুক্তরাষ্ট্র শেষ ম্যাচে পাত্তা পেলো না। মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে পড়ে মাত্র ১০৪ রান করে তারা। বাংলাদেশের বাঁহাতি পেসার নেন ৬ উইকেট, মাত্র ১০ রান দিয়ে।
জবাবে ওপেনিংয়ের সমস্যা কাটানোর ইঙ্গিত দিয়ে দলকে জেতান সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে ১১.৪ ওভারে ১০৮ রান করে বাংলাদেশ। ৩৯ বলে ৫ চার ও ২ ছয়ে ফিফটি করেন তানজিদ। লক্ষ্যটা আরও বড় হলে হয়তো সৌম্যও হাফ সেঞ্চুরি করতে পারতেন। তার আগেই বাংলাদেশ জিতে যায়। ৪৩ রানে অপরাজিত ছিলেন সৌম্য। ২৮ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪২ বলে ৮ চার ও ২ ছয়ে ৫৮ রানে খেলছিলেন তানজিদ।
১০ উইকেটের এই জয়ে ২-১ এ পিছিয়ে থেকে সিরিজ শেষ করলো বাংলাদেশ।
তানজিদের হাফ সেঞ্চুরি, সহজ জয়ের পথে বাংলাদেশ
তানজিদ হাাসন তামিম ও সৌম্য সরকারের ওপেনিং জুটিতে ১০ ওভারে ৮৯ রান বাংলাদেশের। সহজ জয়ের পথে ছুটছে তারা। লক্ষ্য মাত্র ১০৫ রানের। ১১তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে ফিফটির দেখা পেয়েছেন তানজিদ।
পাওয়ার প্লেতে বাংলাদেশের ওপেনিং জুটির ৪৮ রান
পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৪৮ রান। সুযোগ বুঝে আগ্রাসী ব্যাটিং করছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। এই সময়ে ২৭ রান করেন সৌম্য, ১৭ রান আসে তানজিদের ব্যাটে।
মোস্তাফিজের ছয় উইকেট, বাংলাদেশের লক্ষ্য ১০৫ রান
বিশ্বকাপের আগে দারুণ বোলিংয়ে নিজের আত্মবিশ্বাস বাড়ালেন মোস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেট তুলে নিলেন তিনি। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে বাঁহাতি পেসার বোল্ড করেন জেসি সিংকে (৬)। এরপর শেষ বলেও উইকেট নেন তিনি। নিসর্গ প্যাটেল রিশাদ হোসেনের ক্যাচ হন। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৬ উইকেট পেলেন মোস্তাফিজ। যুক্তরাষ্ট্র থামে ৯ উইকেটে ১০৪ রানে। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে করতে হবে ১০৫ রান।
এনিয়ে দ্বিতীয়বার পাঁচ উইকেট পেলেন মোস্তাফিজ। করলেন ক্যারিয়ার সেরা বোলিং। ১৯টি ডট বল দিয়েছেন, ১০ রানের চারটি এসেছে ওয়াইড থেকে। কেউই তার বলে চার-ছয় মারতে পারেননি।
মোস্তাফিজের জোড়া আঘাত
দুর্দান্ত বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে ভোগাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ১৮তম ওভারে তৃতীয়বার বল হাতে নিয়ে তিন নম্বর উইকেট পেলেন তিনি। ১৭ বলে ১২ রান করে শ্যাডলি ফন শ্যালকউইক তার বলে বোল্ড হন। ১৭.৩ ওভারে ৯২ রানে ৬ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। ওই ওভারের পঞ্চম বলে কোরি অ্যান্ডারসনকে (১৮) বোল্ড করেন বাঁহাতি পেসার। ১৭.৫ ওভারে ৯৪ রানে সপ্তম উইকেট নেই স্বাগতিকদের।
রিশাদ পেলেন যুক্তরাষ্ট্রের পঞ্চম উইকেট
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে তারা। ১৩তম ওভারে রিশাদ হোসেন তুলে নিলেন তাদের পঞ্চম উইকেট। ২০ বলে ৭ রান করে তানজিম হাসান সাকিবের ক্যাচ হন মিলিন্দ কুমার। ১২.২ ওভারে ৫ উইকেটে ৬০ রান স্বাগতিকদের।
তানজিমের কাছে যুক্তরাষ্ট্রের চতুর্থ উইকেটের পতন
১২তম ওভারে চতুর্থ উইকেট পেলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যারন জোন্সকে রিশাদ হোসেনের ক্যাচ বানান তানজিম হাসান সাকিব। ১১.৩ ওভারে ৬০ রানে স্বাগতিকদের চার উইকেট নেই।
মোস্তাফিজের দ্বিতীয় উইকেট
দশম ওভারে দ্বিতীয়বার বল হাতে নিয়ে দ্বিতীয় উইকেট পেলেন মোস্তাফিজুর রহমান। ওভারের চতুর্থ বলে নিতিশ কুমারকে পেছনে লিটন দাসের ক্যাচ বানান বাংলাদেশের বাঁহাতি পেসার। ৯ বল খেলে ৩ রান করেন আমেরিকার ব্যাটার। ৯.৪ ওভারে ৩ উইকেটে ৫৬ রান যুক্তরাষ্ট্রের।
মোস্তাফিজ ফেরালেন আরেক ওপেনারকে
৬ বলের মধ্যে দুই ওপেনারকে ফিরতে হলো। বিনা উইকেটে ৪৬ রান করা যুক্তরাষ্ট্রের দুটি ব্যাটার ফিরলেন আর কোনও রান না করে। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে শায়ান জাহাঙ্গীর ক্যাচ দেন তানজিম হাসান সাকিবকে। ২০ বলে ২ চার ও ১ ছয়ে ১৮ রান করেন তিনি। মোস্তাফিজুর রহমান তার প্রথম ওভারে কোনও রান না দিয়ে উইকেটটি নেন। ৬ ওভারে স্বাগতিকরা করেছে ২ উইকেটে ৪৬ রান।
৪৬ রানের ওপেনিং জুটি ভাঙলেন সাকিব
তৃতীয় ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করছে যুক্তরাষ্ট্র। নিয়মিত দুই ওপেনার স্টিভেন টেলর ও মোনাঙ্ক প্যাটেল বিশ্রামে। তাদের পরিবর্তে আন্দ্রিয়াস গাউস ও শায়ান জাহাঙ্গীর ভালো জুটি গড়ছিলেন। পঞ্চম ওভারেই তাদের জুটি চল্লিশ পার করে। ওই ওভরের শেষ বলে সাকিব আল হাসান ভেঙে দেন এই জুটি।
আগ্রাসী হয়ে ওঠা গাওস ১৫ বলে ৫ চার ও ১ ছয়ে ২৭ রানে থামেন। সৌম্য সরকার ক্যাচ নেন। ৫ ওভার শেষে ৪৬ রানে ১ উইকেট হারালো যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ টসে জিতে বোলিংয়ে
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে হিউস্টনে তৃতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শনিবার টসে জিতেছে তারা এবং বোলিং নিয়েছে।
প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারে। পরেরটিতে স্বাগতিকরা জেতে ৬ রানে। ২-০ তে তিন ম্যাচর সিরিজে এগিয়ে আমেরিকান।
সিরিজ জিতে নেওয়ায় যুক্তরাষ্ট্র বেঞ্চের শক্তি পরীক্ষা করছে। তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেলর, হারমীত সিং ও আলী খান। দলে ঢুকেছেন শায়ান জাহাঙ্গীর, নসথুশ কেনজিগে, মিলিন্দ কুমার ও নিসর্গ প্যাটেল।
যুক্তরাষ্ট্র তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেলর, হারমীত সিং ও আলী