আবারও আল হিলালে আটকে গেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। এবার কিংস কাপের ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করলো রোনালদোর দল। টাইব্রেকারে আল নাসরকে ৫-৪ গোলে হারিয়ে কিংস কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে আল হিলাল।
ম্যাচ শেষ হতেই মুখ লুকান রোনালদো। এরপরই মাঠে শুয়ে পড়েন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। ফাইনালে এমন হার মেতে নিতে না পেরে অঝোরে কান্না করেন রোনালদো। অন্যদিকে ইনজুরির কারণে মাঠে না নামলেও দলের সঙ্গে শিরোপা উল্লাসে মেতে উঠেন আল হিলালের ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার।
শুক্রবার (৩১ মে) জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকে। ম্যাচের ৯ মিনিটে আল হিলালকে এগিয়ে দেন আলেক্সান্দার মিত্রোভিচ। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে আল নাসর।
ম্যাচের ৮৮ মিনিটে গোলের দেখা পায় আল নাসর। আয়মান ইয়াহিয়ার গোলে সমতায় ফেরে রোনালদোর দল। অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি কোনো দল। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে গোল করেন রোনালদো। তবে আল নাসরের শেষ দুটি শট ঠেকিয়ে আল হিলালের বনে যান গোলরক্ষক ইয়াসিন বোনো।