আগামীকাল সকালেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। বাংলাদেশের খেলা রয়েছে আরও ছয় দিন পরে। তবে বিশ্বকাপের লড়াই শুরু হওয়ার আগে নিজেদের ভালোভাবে পরখ করে নেওয়ার সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা। ভারতের মতো হট ফেভারিট দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ রাত সাড়ে ৮টায় মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আকর্ষণীয় স্টেডিয়াম নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
গতকাল এই মাঠ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত ও ভারতের রোহিত শর্মা। টাইগার দলপতি বলেছেন, ‘ইন্টারনেটের মাধ্যমে এই স্টেডিয়াম সম্পর্কে যা দেখেছি, বাস্তবে তার থেকে ভিন্ন। এটা দেখতে পরিপূর্ণ স্টেডিয়ামের মতোই লাগছে এবং অনুভূতি অসাধারণ। খুবই অবাক হয়েছি এত সুন্দর একটি মাঠ দেখে।’
রোহিত বলেছেন, ‘এটা খুবই সুন্দর জায়গা, একবারে উন্মুক্ত প্রাঙ্গণ। ধারণক্ষমতাও প্রচুর। এখানে ৫ জুন আমরা প্রথম ম্যাচ খেলব। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। দেখা যাক কেমন হয়।’ বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর গেল ২৮ মার্চ দেশটির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টাইগার বাহিনীর। কিন্তু ম্যাচটি পরিত্যক্ত হয়। এবার নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে নামছেন লাল-সবুজের প্রতিনিধিরা।