যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হার 

পাকিস্তানকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

ক্রীড়া ডেস্ক
  ০৮ জুন ২০২৪, ০০:০৮

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পুচকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে গেছে পাকিস্তান। এরপর থেকে তীব্র সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন বাবর আজম-মোহাম্মদ আমিররা। এবার পাকিস্তান দলকে ধুয়ে দিলেন কিং অব সুইং খ্যাত ওয়াসিম আকরাম। তিনি পাকিস্তানের পারফরম্যান্সকে ‘প্যাথেটিক’ উল্লেখ করেছেন।
‘প্যাথেটিক (করুণ) পারফরম্যান্স। জয় ও পরাজয় খেলারই অংশ। কিন্তু আপনাকে লড়াই করতে হবে শেষ বল পর্যন্ত। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য খারাপ দৃষ্টান্ত।’
পাকিস্তানের ফিল্ডিংয়ের সমালোচনা করে তিনি প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের। আকরামের মতে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল দ্রুত পাকিস্তানের উইকেট তুলে নেওয়া
‘ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল যুক্তরাষ্ট্র দ্রুত উইকেট তুলে নিয়েছিল। যদিও পাকিস্তানের বাবার ও শাদাব কিছুটা জুটি গড়েছিল। এরপর বাকিদের মধ্যে কেউ আর ওভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি। পাকিস্তানের ফিল্ডিং ছিল গড়পড়তা। পুরো ম্যাচেই পাকিস্তানের পারফরম্যান্স ছিল গড়পড়তা। যুক্তরাষ্ট্রের বিপক্ষের এই ম্যাচ নিয়ে  আমি বেশ আশাবাদী ছিলাম। শুধু আমি কেন পাকিস্তানের সকল সমর্থকরাই আশাবাদী ছিলেন যে আমরা জিতবো।’
‘দ্বিতীয় ইনিংসে তারা রান তাড়া করতে নামে। দারুণ করেছে যুক্তরাষ্ট্র। আমার মতে ম্যাচের সেরা মোমেন্ট ছিল ইউএসএ’র অধিনায়ক মোনাক প্যাটেলের ইনিংস। সে যেভাবে ব্যাটিং করেছে, যেভাবে ইনিংসটাকে টেনে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র মুগ্ধ হওয়ার মতো ক্রিকেট খেলেছে।’
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৯ রান করে। জবাবে ৩ উইকেট হারিয়ে একই রানে থামে যুক্তরাষ্ট্র। তাতে ম্যাচ গড়ায় সুপার ওভাবে। সেখান যুক্তরাষ্ট্র আগে ব্যাট করে ৬ বলে ১ উইকেট হারিয়ে ১৮ রান তুলে। ১৯ রানের জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় পাকিস্তানের সামনে। এই রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে পাকিস্তান করে ১৩ রান। সুপার ওভারে ৪ রানের হারে লজ্জায় মাথা কাটা যায় সাবেক চ্যাম্পিয়নদের।