ফ্রেঞ্চ ওপেন টেনিসের নতুন রাজা কার্লোস আলকারাজ। ফাইনালে জার্মানির আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার রোলা গাঁরো জয় করলেন ২১ বছর বয়সী আলকারাজ। চার ঘণ্টা ১৯ মিনিটের তুমুল লড়াই শেষে জভেরেভকে ৩-২ সেটের ব্যবধানে হারিয়েছেন আলকারাজ। ফ্রেঞ্চ ওপেন পেল এক স্প্যানিশ রাজা। এক রাফায়েল নাদালই যে এই টুর্নামেন্ট জিতেছেন ১৪ বার!
ফাইনালে প্রথম সেট জয়ের পর টানা দুই সেট হেরে পিছিয়ে পড়েছিলেন আলকারাজ। ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখে শেষ দুই সেটে জভেরেভকে পাত্তাই দিলেন না ২১ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। শেষপর্যন্ত আলকারাজের ফল ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১ ও ৬-২।
এটি আলকারাজের তৃতীয় গ্র্যান্ড স্লাম। ফ্রেঞ্চ ওপেনের আগে জিতেছেন উইম্বলডন ও ইউএস ওপেন। চার গ্র্যান্ড স্লামের মধ্যে এখন শুধু অস্ট্রেলিয়ান ওপেন জেতা বাকি তার। আর ২৭ বছর বয়সী জভেরেভ এ নিয়ে নিজের দুই গ্র্যান্ড স্লাম ফাইনালেই হেরে গেলেন। এর আগে ২০২০ ইউএস ওপেনের ফাইনালে তিনি ২-০ সেটে এগিয়ে গিয়েও ৩-২ সেটে হেরে যান অস্ট্রিয়ার ডমিনিক থিমের কাছে।