কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে রয়েছে উরুগুয়ে। প্রথম ম্যাচে পানামাকে হারানো পর আজ শুক্রবার বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে বিশাল জয় পেয়েছে মার্সেলো বিয়েলসার দল। এই জয়ে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হল উরুগুয়ের।
মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করতে থাকে উরুগুয়ে। প্রথম গোলের জন্যও বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। অষ্টম মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন তরুণ উইঙ্গার ফ্যাকুন্ডো পেলিস্ট্রি। ম্যাচের ২১ মিনিটে উরুগুয়েকে দ্বিতীয় গোলের আনন্দে ভাসান লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজ। এই দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধ্বের শুরু থেকেই আবারও আক্রমণে যায় উরুগুয়ে। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে বলিভিয়া। তবে ম্যাচের ৭৭ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউজো উরুগুয়ের হয়ে তৃতীয় গোলটি করেন। তার চার মিনিট পর রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দের পা থেকে আসে ম্যাচের চতুর্থ গোল। আর ৮৯ মিনিটে রদ্রিগো বেন্টানকুর উরুগুয়ের হয়ে পঞ্চম গোলটি করেন।
এই জয়ে কোপার কোয়ার্টার ফাইনালে উঠে গেল বিয়েলসার উরুগুয়ে। অপরদিকে এই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বলিভিয়ার বিদায় একপ্রকার নিশ্চিত।