ভারতীয় কিংবন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে আইসিসির একাধিক শিরোপাা জিতেছে টিম ইন্ডিয়া। ধোনিই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি তিনটি আইসিসি ট্রফি জিতেছেন।
ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১১ সালে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেতৃত্ব দেন ধোনি।
শৈশবে মহেন্দ্র সিং ধোনির আগ্রহ ছিল ফুটবলের প্রতি। তিনি ফুটবল খেলতে পছন্দ করতেন। চেয়েছিলেন বিশ্বমানের একজন গোলরকিপার হতে।কিন্তু স্কুল ক্রিকেট দলের কোচ তাকে ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করেন।
এরপর ক্রিকেটের প্রতি তার ঝোঁক বেড়ে যায়। তিনি ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হিসেবে আবির্ভূত হন।
মহেন্দ্র সিং ধোনি ২০১৫ সালে আগ্রা ভিত্তিক ভারতীয় সেনাবাহিনীর প্যারা রেজিমেন্ট থেকে প্যারা জাম্প করা প্রথম ক্রীড়া ব্যক্তি হয়েছিলেন। তিনি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতা থেকে পাঁচটি লাফ দিয়েছিলেন, যার মধ্যে একটি রাতে ছিল।
১৯৮১ সালের ৭ জুলাই ভারতের ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় জন্মগ্রহণ করেন ধোনি। গত রোববার ছিল তার ৪৩তম জন্মদিন। তিনি ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৫২৬টি ইনিংসে ব্যাট করে ১৬টি সেঞ্চুরি আর ১০৮টি ফিফটির সাহায্যে ১৭ হাজার ২৬৬ রান করেন।