কোপা আমেরিকার ফাইনালে পারর্ফম 

৫ মিনিটের জন্য ২৩ কোটি নেবেন শাকিরা

স্পোর্টস ডেস্ক
  ১৪ জুলাই ২০২৪, ১৩:৩৯

কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। মহাদেশীয় এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পারর্ফম করতে দেখা যাবে বিশ্বসেরা পপ তারকা শাকিরাকেও। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলার বিরতিতে স্টেজ মাতাবেন তিনি।
এবারই প্রথমবার কোপার কোনো ফাইনালে খেলার বিরতিতে মিউজিক শো উপস্থাপন করা হবে। যেটি এতদিন সুপার বোলে দেখা যেত। তবে এখন প্রশ্ন উঠেছে ফাইনালে পারর্ফম করে কলম্বিয়ান তারকা কত টাকা নেবেন?
আর্জেন্টাইন সাংবাদিক হুয়ান এতচেগোয়েনের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ২০২৪ কোপা আমেরিকা ফাইনালের নেচে-গেয়ে বড় অংক বাগিয়ে নেবেন শাকিরা। এতচেগোয়েন জানান, ফাইনালে ৫ মিনিটের মতো পারর্ফম করে ২ মিলিয়ন মার্কিন ডলার পকেটে পুরবেন শাকিরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা।