রিয়ালে এসে কাঁদলেন ব্রাজিলের ‘বিস্ময় বালক’এন্ড্রিক

স্পোর্টস ডেস্ক
  ২৮ জুলাই ২০২৪, ১২:২৪

কয়েক দিন আগে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের ঘরে বরণ করে নিল স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছে ক্লাবটি। সেই সঙ্গে বর্তমান চ্যাম্পিয়নও কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ক্লাবটিতে আগে থেকে ছিল ভিনিসিযুস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও রদ্রিগোর মতো তরুণ তারকারা। যার কারণে বতর্মানে বিশ্বের সবচেয়ে তারকা বহুল ক্লাবও রিয়াল মাদ্রিদ। এবার ব্রাজিলিয়ান ১৮ বছর বয়সি তরুণ ফরোয়ার্ডের সঙ্গে ৬০ মিলিয়ন ইউরোতে নিজেদের ডেরায় ভেড়াল রিয়াল মাদ্রিদ। ক্লাবটিতে ১৬ নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন এই তরুণ তুর্কি।
যদিও আগে থেকে এন্ড্রিকের কথা ছিল ২০২৪-২০২৫ মৌসুমে মাদ্রিদের হয়ে মাঠ মাতাবেন। এবার সান্তিয়াগো বার্নাব্যুতে ৫০ হাজার সমর্থক বরণ করে নিল তাকে। সেখানে উপস্থিত ছিল এন্ড্রিকের বাবা-মা ও রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজে। রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম অফিশিয়াল সংবাদ সম্মেলনে এসে আবেগতাড়িত হয়ে পড়েন এই ব্রাজিলিয়ান।
তখন তার চোখ ভেড়ে পড়ে খুশির অশ্রু। সেখানে নিজের পরিকল্পনা নিয়ে বলেন, 'আমি বার্নাব্যুতে আসতে পেরে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি এই সব আশা করিনি, এত লোক, এত ভক্ত আমাকে বরণ করে নিবে।'
সেই সঙ্গে মাদ্রিদ ভক্তদের নিয়ে এই নয়া তারকা আরো বলেন, 'ক্লাবটির ভক্তরা পাগল। আমি খুব খুশি, কারণ আমি ছোট থেকেই রিয়াল মাদ্রিদের ভক্ত ছিলাম, আর আজ আমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে যাচ্ছি। আমি এখানে আছি যার জন্য আমি খুব খুশি।' স্বপ্নের ক্লাবের অংশ হতে পেরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ১৮ বছর বয়সি এই ফরোয়ার্ড বলেন, 'এই মুহূর্তে আমি যা অনুভব করছি তা বর্ণনা করার জন্য আমার কাছে শব্দ নেই। কারণ আমি সব সময় এখানে থাকতে চেয়েছিলাম। এটি একটি স্বপ্ন এবং এটি সত্য হয়েছে। সবাই একটি গান গাই: ১, ২, ৩ হালা মাদ্রিদ।' এর আগে এই ব্রাজিলিয়ান তারকা ইতালিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে খেলেছেন। ক্লাবটিতে দুই মৌসুম খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। ৬৬টি ম্যাচ খেলে করেছেন ১৮টি গোল।