প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান লজ্জার: ট্রাম্প

স্পোর্টস ডেস্ক
  ৩০ জুলাই ২০২৪, ১৩:৫৬

চলমান প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্কিত এক মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার মতে এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ‘লজ্জা’র।
প্যারিসে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ক্যাথলিক গোষ্ঠী ও ফ্রান্সের ধর্মাযাজকেরা সমালোচনা করেছেন। এরপরই এই মন্তব্য করলেন ট্রাম্প। যেখানে অনুষ্ঠানে ‘ড্রাগ কুইন’ (মেয়েদের পোশাকে ছেলেদের নারীত্ব প্রদর্শনের পারফরম্যান্স) ছাড়াও ডিজে এবং নাচের দল নিয়ে অমর শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা অমর চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’–এর চিত্রণ করা হয়।
এই ঘটনার পরই সমালোচনা শুরু হয়। পরে আয়োজক কমিটি ক্ষমাও চেয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিশ্চিত করে বলতে পারি, কোনো ধর্মীয় গোষ্ঠীকে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। জরিপগুলো বলছে, আমরা যা করতে চেয়েছি, সেটা অর্জন করতে পেরেছি। যদি কোনো মানুষকে এটা আঘাত করে, আমরা অনেক অনেক দুঃখিত।’
নির্বাচনী প্রচারের সময় ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমি খোলামনের মানুষ কিন্তু এটা মনে করি, তারা যা করেছে, সেটার লজ্জার।’
যুক্তরাষ্ট্রে পরের অলিম্পিক অনুষ্ঠিত হবে। ট্রাম্প প্রেসিডেন্ট হলে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের উদ্বোধনে কী করবেন, এমন প্রশ্নের উত্তরে বলেছেন, ‘লাস্ট সাপারকে যেভাবে প্রদর্শন করা হয়েছে, আমরা সেটা করব না।’