অলিম্পিকে দুই যমজ জুটির লড়াই, বুলগেরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের হার 

স্পোর্টস ডেস্ক
  ৩০ জুলাই ২০২৪, ২০:১৮

প্যারিস অলিম্পিকে ঘটেছে এক বিরল ঘটনা। একে অপরের প্রতিপক্ষ হিসেবে লড়েছেন দুই জোড়া জমজ। আসরের ব্যাডমিন্টন ইভেন্টে দেখা যায় তাদের।  
মেয়েদের ব্যাডমিন্টন ডাবলসে মুখোমুখি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের অ্যানি এবং ক্যারি জুর। তাদের প্রতিপক্ষ হিসেবে লড়েছেন বুলগেরিয়ার জমজ বোন স্টেফানি ও গ্যাব্রিয়েল স্টোএভা। পোর্তে দে লা চ্যাপেল অ্যারায় আজ মুখোমুখি হন তারা। এই খেলায় জয়লাভ করেন বুলগেরিয়ান জুটি। গ্রুপ পর্বের ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের জুটিকে ২১-১৬, ২১-১২ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন তারা।
ম্যাচের আগে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অ্যানি বলেছেন, ‘এটা খুবই আকর্ষণীয়। কারণ যখন অলিম্পিকে দুই জোড়া যমজের প্রতিযোগিতা দেখবে লোকেরা তখন তারা বিস্মিত হবেন। একই ধরনের এবং একটি অভিন্ন জোড়ার সঙ্গে খেলতে পারাটা আসলে খুবই মজার। ’

ক্যারি ও অ্যানি একই সময় শৈশব থেকেই ব্যাডমিন্টন খেলা শুরু করেন। এতে করে তাদের বোঝাপড়াট দুর্দান্ত। যমজ বোনকে নিয়ে অ্যানি বলেন, ‘প্রচুর সময় তার সঙ্গে কাটিয়েছি। যখনই তার মুখের দিকে তাকাই না কেন বুঝতে পারি সে কেমন অনুভব করছে। যদি তাকে নার্ভাস দেখায় তখন জানি কিভাবে তাকে উৎসাহ দিতে হয়। ’
অন্যদিকে তৃতীয়বারের মতো অলিম্পিকে খেলছেন স্টোএভাস ও স্টেফানি। যুক্তরাষ্ট্রের দুই যমজের বিপক্ষে খেলতে পারার অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারছেন না স্টেফানি। ম্যাচের আগে সেই সাক্ষাৎকারে প্রতিপক্ষ যমজদের উদ্দেশে তিনি বলেছেন, ‘অলিম্পিকে তোমাদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করাটা...। আমি আসলে বর্ণনা করতে পারছি না। ’