ক্রীড়া ডেস্ক
সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত পাওয়া না পাওয়ার অনিশ্চয়তা তৈরি হয়েছে অনেক দিন ধরে। দেশের ক্ষমতার পালাবদল হওয়ায় প্রশ্নটা আরও বেশি উচ্চকিত হচ্ছে।
যেহেতু সাকিব নিজেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এমপি ছিলেন। আসন্ন পাকিস্তান সফরের দুই টেস্টেও তাই তাঁর খেলা নিয়ে আলোচনা ছিল।
তবে সব জল্পনা এক পাশে সরিয়ে গতকাল ঘোষিত ১৬ সদস্যের দলে আছে সাকিবের নাম। শুধু পাকিস্তান সিরিজ নয়, এই বছর বাংলাদেশের বাকি টেস্টগুলোতেও এই অলরাউন্ডারকে পাওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গাজী আশরাফ বলেছেন, 'জিম্বাবুয়ে সিরিজের (ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ) সময় তার কাছে আমরা সংক্ষিপ্ত পরিকল্পনা জানতে চেয়েছিলাম। আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, ডিসেম্বর পর্যন্ত আটটা টেস্ট খেলব।
সেখানে সে আমাদের আশ্বস্ত করেছে সবগুলো টেস্ট খেলবেন। প্রত্যেকটা সিরিজের আগে সব অনুশীলন সেশনে থাকবেন।'
যদিও পাকিস্তান সফরের আগে দলের সঙ্গে কোনো অনুশীলন সেশনেই দেখা যায়নি সাকিবকে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট ও কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছেন।
পাকিস্তান সফরে সাকিবকে স্কোয়াডে রাখার ব্যাখায় গাজী আশরাফ বলেছেন, 'তার (সাকিব) পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে (পাকিস্তান সফর)। পারফরম্যান্স দিয়ে সাকিব নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, বিভিন্ন সংস্করণের ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড…সবকিছু মিলিয়েই যাচ্ছেন। ১৪-১৫ তারিখ (আগস্ট) তিনি হয়তো দলের সঙ্গে যোগ দেবেন।'