বাংলাদেশ থেকে আমিরাতে সরে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক
  ২০ আগস্ট ২০২৪, ২০:৩৭

আগামী অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য শেষ পর্যন্ত বিশ্বকাপের আয়োজক মর্যাদা হারাতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার আইসিসির ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর গত দুই সপ্তাহ ধরেই বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আইসিসি বিকল্পের কথা ভাবছিল। সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার নাম এসেছিল। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ক্রিকবাজের তথ্য অনুযায়ী টুর্নামেন্টটি আরব আমিরাতেই অনুষ্ঠিত হওয়ার কথা।
বোর্ড মিটিংয়ে যোগ দেওয়া সদস্যদের মতে, বালাদেশের এই পরিস্থিতিতে সেখানে বৈশ্বিক ইভেন্ট আয়োজন করা সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই ব্যাপারে সম্মতি জানিয়েছে। তবে বাংলাদেশে এই প্রতিযোগিতা না হলেও এই ইভেন্টের আনুষ্ঠানিক আয়োজক হিসেবে তারাই থাকবে।