খেলার মাঝেই সন্তানের সুসংবাদ পেলেন শাহিন, করলেন উদযাপন 

স্পোর্টস ডেস্ক
  ২৪ আগস্ট ২০২৪, ১৯:৫১

চলছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্ট। শনিবার (২৪ আগস্ট) টেস্টে চতুর্থ দিন। পাকিস্তানে হয়ে খেলছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। খেলার মাঝেই বড় সুসংবাদ পেয়েছেন এই পাক পেসার। শাহিন ও আনশা আফ্রিদির ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। এমন খবরের পর উইকেট পেয়েই করেছে উদযাপন।
শাহিন ও আনশা আফ্রিদির পুত্রসন্তান হওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছে তাদের পরিবার। জানা গেছে, আফ্রিদি ও আনশার প্রথম সন্তানের নাম আগেই ঠিক করা হয়েছিল। সে অনুসারেই নিজেদের প্রথম সন্তানের নাম রেখেছেন আলী ইয়ার শাহিন আফ্রিদি।
চলতি টেস্টে নামের প্রতি সুবিচার করতে পারছেন না শাহিন। চতুর্থ দিনে হাসান মাহমুদকে আউট করে নিজেদের প্রথম উইকেটের দেখা পান তিনি। এরপরই দুই হাত দুলিয়ে সন্তানকে কোলে নেওয়ার মতো উদযাপন করেন। পরে সেঞ্চুরির পথে থাকা মেহেদী হাসান মিরাজকেও আগা সালমানে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি। 
সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান ও জিও নিউজ বলছে, শহীদ আফ্রিদির ক্রিকেট পরিবার এই আনন্দের সংবাদে উচ্ছ্বসিত। দ্বিতীয় মেয়ে আনশার ঘর থেকেই পেলেন প্রথম নাতিও। শাহিন আফ্রিদি বর্তমানে দুই টেস্টের সিরিজ খেলতে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছেন। এই ম্যাচ শেষ হলেই তিনি করাচিতে স্ত্রীর কাছে উড়াল দিতে পারেন। এরপর দ্বিতীয় টেস্টের (৩০ আগস্ট) আগেই ফের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।