ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে খেলাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী দুই দিন আগে লন্ডনে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। এর পরই থেকে ঢাকা থেকে বাফুফে যোগাযোগ করে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (ইপিএল) সঙ্গে। হামজা চৌধুরীকে বাংলাদেশ ফুটবল দলে খেলাতে চেয়ে অনুমতির আবেদন করেছে।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন শুক্রবার আমরা এনওসির (নো অবজেকশন সার্টিফিকেট) জন্য চিঠি পাঠিয়েছি। তিনি বলেন, 'হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে খেলতে চায়। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন যদি এনওসি দিয়ে দেয় তাহলে আমরা অন্যান্য কাগজপত্রসহ সেগুলো ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে পাঠিয়ে দেব।'
ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। তিনি এত বড় জায়গায় খেলছেন, সেখান থেকে এসে বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে খেলাটা কঠিন, অনেক ব্যাপার রয়েছে। চাইলেই ক্লাবের খেলা রেখে চলে আসা যাবে না। ক্লাবের খেলার ফাঁকে বাংলাদেশের জাতীয় দলের খেলায় নামতে হলে লেস্টার সিটি তাকে অনুমতি দেবে কি না, সেটাও একটা ব্যাপার।
কারণ হামজা ইনজুরিতে পড়েন কি না, সে কথাও চিন্তা করবে হামজার ক্লাব। সিলেটের ছেলে হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সি গায়ে খেলানোর ব্যাপারে যতটা সহজে ভাবা হচ্ছে বাস্তবে ততটা সহজ কি না, সেটা খুব সহজেই বলা যাচ্ছে না।