দ্বিতীয় টেস্টের ২য় দিনে ব্যাটিংয়ে পাকিস্তান

ইনিংসের প্রথম ওভারেই শিকার ধরলেন ‘ক্ষুধার্ত’ তাসকিন

স্পোর্টস ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৪, ১৩:১০
আপডেট  : ৩১ আগস্ট ২০২৪, ১৩:১৩

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। তবে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
প্রথম টেস্টে অসাধারণ এক জয় পায় বাংলাদেশ। পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে টাইগাররা। এই টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলামের পরিবর্তেম একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। ১৪ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরলেন এই টাইগার পেসার। আর ফিরেই পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন।

ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে পাক ওপেনার আব্দুল্লাহ শফিককে সাজঘরে ফেরান তাসকিন। স্কোরবোর্ড রান যোগ করার আগেই ফিরে যান এই পাক ওপেনার।
এরপর ক্রিজে আসা পাক অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সায়েম আয়ুব। দেখেশুনে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে পাকিস্তান। 
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।