চতুর্থ দিনের প্রথম উইকেট শিকার করলেন তাসকিন আহমেদ। সাইম আইয়ুবকে ২০ রানে ফেরান টাইগার পেসার। তাসকিনের ফুল লেন্থের বল মিড অফে ড্রাইভ করছিলেন সাইম। বাঁপাশে সামান্য ঝাপিয়ে পড়ে বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ৪৭ রানে পতন হয় পাকিস্তানের তৃতীয় উইকেটের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৫২ রান। শান মাসুদ ২৪ রানে আর বাবর আজম অপরাজিত আছেন ৩ রানে।
এর আগে গতকাল রোববার ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। ব্যাট করতে নেমে ৯ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। মাত্র ৩ রান করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ০ রানে আউট হন খুররম শেহজাদ। দুটি উইকেটই পান হাসান মাহমুদ। এরপর দিনের খেলা শেষ হয়।
তার আগে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৬২ রান করে বাংলাদেশ।