প্রেমিকের দেওয়া আগুনে পুড়ল অলিম্পিকে অংশ নেওয়া নারী অ্যাথলেট

স্পোর্টস ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৩
উগান্ডার ম্যারাথন দৌড়বিদ রেবেকা চেপতেগেই (সামনে মাঝে)

রেবেকা চেপতেগুই একজন ম্যারাথন দৌড়বিদ। উগান্ডার নারী অ্যাথলেট গত মাসে প্যারিস অলিম্পিকের ম্যারাথনেও অংশ নিয়েছেন। প্যারিসে ৪৪তম হওয়া রেবেকা চেপতেগেই মর্মান্তিক এক ঘটনায় এবার খবরের শিরোনাম হলেন। তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন প্রেমিক। শরীরের ৭৫ শতাংশই পুড়ে গেছে রেবেকার। সোমবার কেনিয়া ও উগান্ডার সংবাদমাধ্যম দিয়েছে এই খবর।
ঘটনাটি ঘটেছে কেনিয়ায়। বাড়ি উগান্ডায় হলেও অনুশীলনের জন্য প্রতিবেশী দেশটিতে থাকেন ৩৩ বছর বয়সী দৌড়বিদ। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংকটাপন্ন অবস্থায় কেনিয়ার এলডোরেটেরের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন রেবেকা।
কেনিয়ার ট্রান্স এনজোইয়া কাউন্টির পুলিশ কমান্ডার জেরেমিয়াহ ওলে কসিয়ম জানিয়েছেন, রেবেকার প্রেমিক ড্যানিয়েল এনডিয়েমাও ওই ঘটনায় আগুনে পুড়ে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচ লিটারের জেরি ক্যান পেয়েছে তারা।