কান্নাভেজা চোখে সুয়ারেজের অবসরের ঘোষণা 

স্পোর্টস ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৩

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।
সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুয়ারেজ। কান্নাভেজা চোখে তিনি বলেন, ‘হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি, আগামী শুক্রবারই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি।’
তিনি আরও বলেন, ‘সৌভাগ্যবশত, আমি আত্মবিশ্বাসী যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ, আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই। আমার বয়স ৩৭ বছর। আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন। এটা আমাকে অনেক সান্ত্বনা দেয় যে, আমি নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি। ইনজুরির কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না। অথবা দল থেকে বাদ পড়ার কারণে অবসর নিতে হচ্ছে না। শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের ১০০ শতাংশ দেব।’
২০০৭ সালে জাতীয় দলে তার অভিষেক হয়েছিল সুয়ারেজের। ২০১১ কোপা আমেরিকা জয়ী উরুগুয়ে দলের সদস্য ছিলেন তিনি। এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন। নয়টি বড় টুর্নামেন্টে তিনি দক্ষিণ আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন।