টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি চূড়ান্ত 

স্পোর্টস ডেস্ক
  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:২২

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫ সালের ফাইনালের সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী বছরের ১১ জুন শুরু হবে সাদা পোশাকের শিরোপা নির্ধারণী লড়াই। আগের দুই আসরের মতন এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে যাচ্ছে ইংল্যান্ডে। ফাইনাল অনুষ্ঠিত হবে ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডসে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ফাইনালের সময়সূচি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা জানিয়েছে, ১১ থেকে ১৫ জুন লর্ডসে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রতিকূল আবহাওয়া চিন্তা করে ফাইনালে রিজার্ভ ডেও রাখা হয়েছে। কোন কারণে বৃষ্টিতে একদিন নষ্ট হলে ১৬ জুনও ফল আনতে খেলা হবে।
এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। তাদের পরেই আছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আপাতত চারে উঠে এসেছে বাংলাদেশও।