জাতীয় দলকে বিদায় জানালেন ডি মারিয়া  

স্পোর্টস ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৯

এ বছরের কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলেন ৩৬ বছর বয়সী ডি মারিয়া। কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন এই উইঙ্গার। ফাইনালের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। এছাড়া ২০০৭ সালে জেতেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে ৩ গোল করে টানা দ্বিতীয় শিরোপা জয়ে রাখেন বড় অবদান। 
এরপর ২০০৮ সালের অলিম্পিক দিয়েই শুরু ডী মারিয়ার 'ম্যান অব ফাইনাল' হয়ে ওঠা। হুয়ান রোমান রিকেলমে, মেসি, সের্হিও আগুয়েরো, হাভিয়ের মাসচেরানোদের নিয়ে গড়া দলে দি মারিয়ার পা থেকে আসে স্বর্ণপদক জেতানো গোল। এরপর ২০২১ কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারানোর ম্যাচে জয়সূচক গোলটিও তার ছিল। যে জয়ের মধ্য দিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয়েও জালের দেখা পান তিনি। 
জীবনের সবচেয়ে বড় অর্জন কাতার বিশ্বকাপ ফাইনালেও গোল করেছিলেন দি মারিয়া। যে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে। অনেকের মতে ২০১৪ সালে জার্মানির বিপক্ষের ফাইনাল ম্যাচে দি মারিয়া থাকলে ঐবারই বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে নিতে পারতো আর্জেন্টিনা।