দ্রুততম গোল করেও ইতালির কাছে হারলো ফ্রান্স 

স্পোর্টস ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪১

ম্যাচের বয়স তখন মাত্র ১৩ সেকেন্ড। তখনই ইতালির জালে বল পাঠায় ফ্রান্স। ফ্রান্স এবং নেশন্স লিগের ইতিহাসে যা দ্রুততম গোল। তবে এরপরেই গল্পটা শুধুই হতাশার। তিন গোল খেয়ে বসে ফরাসিরা। শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে মাঠ ছাড়ে ফ্রান্স।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) প্যারিসে নেশন্স লিগে ম্যাচের ১৩ সেকেন্ডই লিড নেয় ফ্রান্স। ব্রাডলি বারকোলার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ম্যাচের ৩০ মিনিটে সমতায় ফেরে ইতালি। ফেদেরিকো ডিমারকোর গোলে ম্যাচে সমতায় থেকে বিরতিতে যায় আজ্জুরিরা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে ফ্রাত্তেসির অসাধারণ ফিনিশিংয়ে এগিয়ে যায় ইতালি। এরপর ৭৪ মিনিটে গিয়াকোমো রাসপাদোরির গোলে ব্যবধান আরও বাড়ায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় ইতালি।
এমন জয়ে বেশ উচ্ছ্বসিত ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ইতালিয়ানরা ফুটবল ভালোবাসে। সাম্প্রতিক সময় তারা বেদনাহত হয়েছিল। আমি আজ আনন্দিত। দলের ভালো পারফরম্যান্স দেখে স্বস্তি ফিরে এসেছে। এখন আমরা এ পথ ধরে চলতে পারি এবং আমরা দেখেছি এই দলটা কতটা সম্ভাবনাময়।’
অন্যদিকে হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, ‘এটা (হার) আমাদের আহত করেছে। আমি সমালোচনায় অভ্যস্ত। যদিও ক্যারিয়ারে আমি হারের চেয়ে বেশি জিতেছি।’