বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 

বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ 

স্পোর্টস ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৪

সাদা পোশাকের ক্রিকেটকে আভিজাত্যের দিক থেকে প্রথমে রাখেন সকলে। মর্যাদা এবং প্রাপ্তির দিক থেকেও সেটি সবার ওপরে। এই সংস্করণের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই দেখা যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। টেস্টের বিশ্বকাপ খ্যাত এই প্ল্যাটফরমে টিকে থাকার লড়াইয়ে অভিজ্ঞ দলগুলোই এগিয়ে থাকে। সেক্ষেত্রে এবার ব্যতিক্রম বাংলাদেশ। 
পাকিস্তান সিরিজ জয়ের পরে কঠিন হলেও টাইগার বাহিনীর সামনে টুর্নামেন্টটির ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। কঠিন সেই পথের এখনো অনেক বাকি। তবু অসম্ভব কিছু নয়। বাকি দলের সমীকরণ ও বাংলাদেশের টিকে থাকার লড়াই সফল হলে আগামী বছরে নতুন ইতিহাস তৈরিও করতে পারে টাইগাররা। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চারে রয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচে ৩ জয় দলটির। একই অবস্থানে থেকেও তিনে নিউজিল্যান্ড। 
পাকিস্তান সিরিজে স্লো ওভার রেটের কারণে ৩ পয়েন্ট হারিয়েছিল বাংলাদেশ, তাতে পিছিয়ে পড়তে হয়েছে। তবে তিনে ওঠার সম্ভাবনা প্রবল নাজমুল হোসেন শান্তদের জন্য। এই মুহূর্তে তারা ভারত সিরিজ নিয়ে পরিকল্পনা করছেন। দেশটির মাটিতে ২ ম্যাচের এই সিরিজে ভালো কিছু করতে পারলে টেবিলের ওপরের দিকে ওঠার সম্ভাবনা তৈরি হবে। আবার শ্রীলঙ্কার মাটিতে নিউজিল্যান্ডের ভরাডুবি হলে সেই সম্ভাবনা আরও প্রবল হবে। 
আগামী ১৮ সেপ্টেম্বর গলেতে শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। পরের দিন চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের। এই ম্যাচগুলো দুই সফরকারী দেশের জন্য গুরুত্বপূর্ণ। কিউইরা হারলে টাইগার বাহিনী যদি ড্র বা জয় তুলে নিতে পারে, তাহলে তিনে উঠে যাবে বাংলাদেশ। পরের ম্যাচগুলো সেই অবস্থানকে শক্ত বা নড়বড়ে করবে। এরপরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো কিছু করতে পারলে টিকে থাকার লড়াইয়ে এগিয়ে যাবেন শান্তরা। 
নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর বলে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে। যদি এই তিন সিরিজেই বাংলাদেশ জয় করতে পারে তাহলে নিজেদের কাজ ভালোভাবেই শেষ হবে। সেক্ষেত্রে ৩ নম্বরে জায়গা বেশ পোক্ত হবে। তালিকার প্রথম ও দ্বিতীয়তে থাকা ভারত ও অস্ট্রেলিয়ায় একে অপরের মুখোমুখি ম্যাচগুলোতে কোনো একটি দল যদি ধারাবাহিক জয় তুলে নিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ২ নম্বরেও উঠে যেতে পারে।
তখন ফাইনালের ভেন্যু লর্ডসে উড়বে বাংলাদেশের পতাকা, এমন স্বপ্ন ক্রিকেটাররাও দেখেন। আগামী বছরের ১১ থেকে ১৫ জুন বসতে চলা সেই 'ম্যাজিক শোতে' শান্তরা থাকবেন কি থাকবেন না, তার অনেকটাই নির্ভর করছে তাদের নিজেদের ওপরে। তাদের সাম্প্রতিক ফর্ম সেখানে ইতিবাচক ইঙ্গিতই দিচ্ছে।