দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজেও দলে জায়গা পাননি তিনি। এরই মাঝে হঠাৎ সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি বলেন, 'আমার এখন ৩৭ বছর বয়স। এই মাসে অস্ট্রেলিয়া সিরিজে জায়গা পাইনি। আমি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলছি। এখন সময় হচ্ছে পরের প্রজন্মের। আমাকে এটা ব্যাখ্যাও করা হয়েছে। আমি মনে করছি এটাই ঠিক। আমার পাঠ এখানেই থামছে।'
ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পেয়ে গর্বিত এই অলরাউন্ডার। মঈন আলি বলেন, ‘আমি খুবই গর্বিত। যখন আমি প্রথম ইংল্যান্ডের হয়ে খেলি, কত সংখ্যক ম্যাচ খেলতে পারব জানতাম না। এরপর প্রায় ৩০০ ম্যাচ খেলে ফেলেছি…প্রথমদিকের বেশিরভাগই ছিল টেস্ট ফরম্যাটে। এরপর মর্গস (ইয়ন মরগান) ওয়ানডেতে নিয়ে এলো, যেখানে অনেক আনন্দ পেয়েছি। তবে টেস্টই সবচেয়ে দারুণ ফরম্যাট। চাইলে এখনও ইংল্যান্ডের হয়ে খেলার জন্য চেষ্টা চালাতে পারতাম, তবে আমি বাস্তবতা জানি। বুঝতে পারছি ঠিকভাবে হচ্ছে না সবকিছু, যদিও আমি মনে করি খেলতে পারব। কিন্তু দলের আলাদা চিন্তা-ভাবনা আছে।’
ইংল্যান্ডের হয়ে ১৩৮ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি ও ৬৮ টেস্ট ম্যাচ খেলেছেন মঈন। তিন সংস্করণ মিলিয়ে করেছেন ৬ হাজার ৬৭৮ রান। সব মিলিয়ে ৮ সেঞ্চুরি আর ২৮ ফিফটি আছে তার। এছাড়া বল হাতে ৩৬৬ উইকেট নিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।