টেস্টে সবশেষ ২০১৪ সালে ইংল্যান্ডকে হারিয়েছিল শ্রীলঙ্কা। দীর্ঘ ১০ বছর পর আবারও সাদা পোশাকের ক্রিকেটে ইংলিশদের হারালো লঙ্কানরা। ওভাল টেস্ট স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে হোয়াইটওয়াশ এড়ালো লঙ্কানরা। ২-১ এ সিরিজ জিতেছে ইংল্যান্ড।
ওভাল টেস্ট প্রথম ইনিংসে অলি পোপের সেঞ্চুরিতে ৩২৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। ১৫৬ বলে ১৫৪ রান করেন পোপ। জবাবে ২৬৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৬২ রানের লিড পায় ইংলিশরা।
তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লঙ্কান পেসারদের তোপের মুখে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের পক্ষে জেমি স্মিথ করে সর্বোচ্চ ৫০ বলে ৬৭ রান। শ্রীলঙ্কার পক্ষে লাহিরু কুমারা নেন ৪টি উইকেট।
২১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাথুম নিশাঙ্কার মারমুখী সেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় শ্রীলঙ্কা। ১২৪ বলে ১২৭ রানে অপরাজিত থাকেন নিশাঙ্কা। এছাড়া কুশল মেন্ডিস ৩৭ বলে ৩৯ ও আঞ্জেলো ম্যাথুস করেন ৬১ বলে ৩২ রান।