বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

‘২০ ওভারের’ ওয়ানডেতে শেষ হাসি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৯

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের মোড়কে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বড় একটি অংশ শ্রীলঙ্কায় গিয়েছে। দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয়টি মাঠে গড়িয়েছে। যদিও বৃষ্টি বাধায় ওয়ানডে ম্যাচ রূপ নিয়েছে টি-টোয়েন্টি ম্যাচে। ম্যাচটি লঙ্কান ‘এ’ দলকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে লঙ্কান মেয়েরা ১১৩ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ২ ওভার আগেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশের মেয়েরা।
কলম্বোর একটি স্কুল মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। আগে ব্যাটিং করে বাংলাদেশের মেয়েদের ১১৪ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে খেলতে নেমে প্রথম ওভারে শারমিন সুলতানা রান আউটে কাটা পড়েন। এরপর দ্বিতীয় উইকেটে দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন গড়েন ৭৪ রানের জুটি। দিলারা ৩৪ বলে ৪৭ রান করে আউট হন। কিছুক্ষণ পর মুর্শিদা খাতুনও ৩৪ রানে সাজঘরে ফেরেন। বাকি পথটা অনায়াসেই পাড়ি দেন নিগার সুলতানা জ্যোতি ও রিতু মনি। নিগার ২১ বলে ২৪ এবং রিতু ১৬ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কান মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ১১৩ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৩৬ রান আসে লঙ্কান অধিনায়ক সত্য সন্দীপানির ব্যাট থেকে। এছাড়া মালশা শেহানী (২৫*) ও পিউমি ওয়াথশালা (২২) অবদান রাখেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহিমা খাতুন ১০ রানে দুটি এবং রাবেয়া খান ১৮ রানে দুটি উইকেট নিয়েছেন।