বল মাঠে গড়ানোর আগেই শেষ নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

স্পোর্টস ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:০০

আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টে আলোচনার কেন্দ্রে ছিল আবহাওয়া। বৃষ্টির কারণে টস ছাড়ায় পরিত্যক্ত হয় প্রথম চার দিনের খেলা। একই কারণে পরিত্যক্ত হয়েছে পঞ্চম ও শেষ দিনের খেলাও। যার কারণে একটি বল মাঠে গড়ানোর আগেই শেষ হয়েছে নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট। 
ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে টেস্ট শুরুর আগ থেকে বৃষ্টি অব্যাহত ছিলো। মাঠটি আন্তর্জাতিক ক্রিকেটের মানের হলেও ভারত সেখানে নিয়মিত না খেলায় পানি নিষ্কাশন ব্যবস্থা ও আউটফিল্ডের অবস্থা খুবই খারাপ। যার কারণে কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই সেখানে ম্যাচ চালানো প্রায় অসম্ভব হয়ে উঠে।
সাদা পোশাকের ক্রিকেট ইতিহাসে অষ্টম বারের মতো কোনো ম্যাচ পরিত্যাক্ত হলো। তবে এবারই প্রথমবারের মতো এশিয়ার মাটিতে বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হলো কোনো টেস্ট। ১৯৩৩ সালের পর এশিয়াতে ৭০০ এর বেশি টেস্ট হলেও আগে কখনো এমন ঘটনা ঘটেনি।