‘বাংলাদেশকে হারাতে ভারতের সমস্যা হবে না’

দিনেশ কার্তিক।
স্পোর্টস ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৪

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ভারত সফরেও দারুণ কিছুর প্রত্যাশা করছে নাজমুল হোসেন শান্তর দল। তবে বাংলাদেশকে সহজেই ভারত হারাবে বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিক।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে কার্তিক বলেন, ‘ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে। কিন্তু আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে।’
বাংলাদেশের বিপক্ষে ভারত পেস বান্ধব উইকেটে খেলতে পারে বলে মনে করেন কার্তিক। তিনি বলেন, ‘আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা দুই স্পিনারের (রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা) পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে।’
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর।