জাতীয় সঙ্গীত বিতর্কের মাঝেই ইংল্যান্ড ফুটবলে নতুন হেড কোচ

স্পোর্টস ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৯

গ্যারেথ সাউথগেটের বিদায়ের পর ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন লি কার্সলি। অল্প সময়েই তিনি জড়িয়ে পড়েন বিতর্কে।
আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে কার্সলি জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানান। যা নিয়ে তোলপাড় শুরু হয় ইংল্যান্ড ফুটবলে।
ইংল্যান্ডের নাগরিক হলেও আয়ারল্যান্ডের জার্সিতে কার্সলি খেলেছেন ৪০টি আন্তর্জাতিক ম্যাচ। কার্সলির দাদা-দাদী দুজনেই ছিলেন আইরিশ।
জাতীয় সঙ্গীত বিতর্কের মধ্যেই এবার পূর্ণকালীন নতুন হেড কোচ নিয়োগ দিলো ইংল্যান্ড। হ্যারি কেইন-জুড বেলিংহ্যামদের কোচ হয়েছেন দেশটির সাবেক ফুটবল তারকা অ্যাশলে কোলে।
৪৩ বছর বয়সী কোলে ইংল্যান্ডের হয়ে ১০৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। পাঁচটি মেজর টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন সাবেক এই ডিফেন্ডার।
কোচ হিসেবে এর আগে ইংল্যান্ডের বার্মিংহাম সিটি ক্লাবে দায়িত্ব পালন করেছিলেন কোলে। লি কার্সলি তার সহকারী কোচ হিসেবে কাজ করবেন জাতীয় দলে। এফএ আজ (শনিবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।