দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত বিভাগে জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড়। ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন ১৪ বছর বয়সী এই দাবাড়ু।
শনিবার (২১ সেপ্টেম্বর) হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল। দলীয়ভাবে বাংলাদেশ হারলেও ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার ইদো গোর্স্টিনকে (২৫৪৩ রেটিং) হারিয়েছেন মনন। আসরে এটা তার চতুর্থ জয়। তবে ৩-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। তাই চার বোর্ডের মধ্যে খেলা হয়েছে তিন বোর্ডে। মনন ছাড়া বাকি দুই প্রতিযোগী তাহসিন তাজওয়ার জিয়া ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হেরে গেছেন।