প্রকাশ্ পেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং

স্পোর্টস ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর থিম সং প্রকাশ পেয়েছে। ১০ দলের আসরের এবারের থিম সংয়ের নাম ‘হোয়াটএভার ইট টেইকস’। গানটি লিখেছেন মিকি ম্যাকক্লারি, পার্থ পরেখ ও মেয়েদের পপ গ্রুপ ডব্লিউআইএসএইচ। আইসিসির ইউটিউব পেজে গানটি প্রকাশ পেয়েছে। তবে ১ মিনিট ৪০ সেকেন্ডের এই মিউজিক ভিডিওতে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের উপস্থিতি নেই। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক ঝলক শুধু দেখানো হয়েছে মারুফা-রুমানার মতো কয়েকজন তারকাকে। তবে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানাদের উপস্থিতিই বেশি চোখে পড়েছে।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আয়োজক বাংলাদেশ হলেও দেশের রাজনৈতিক পট পরিবর্তনে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসরটি সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়। বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ২৮ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে ও ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।
আগামী ৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ৫ অক্টোবর প্রতিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। এই তিনটি ম্যাচই শারজায়। ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে।