৩১ বছরেই বিদায় বললেন বিশ্বকাপজয়ী ফুটবলার রাফায়েল ভারানে

স্পোর্টস ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫

কী এমন বয়স হয়েছিল তাঁর, ৩১ বছর। এই বয়সেই সব ধরনের ফুটবলকে বিদায় বলে দিলেন রাফায়েল ভারানে। তবে তিনি বিদায় বলতে পারলেন একটা পরিতৃপ্তি নিয়েই। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন, রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন একাধিকবার চ্যাম্পিয়নস লিগ। গত জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সিরি-আ’র দল কোমোয় যোগ দেন। ভারানে ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে জানিয়েছেন, ক্যারিয়ার নিয়ে কোনো অনুশোচনা নেই তাঁর। এই ডিফেন্ডার লিখেছেন, ‘ক্যারিয়ারে অনেক উত্থান-পতন দেখেছি। কিন্তু এখন সময় এসেছে থেমে যাওয়ার। নিজের ক্যারিয়ার নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। ফুটবলের সবকিছুই আমি পেয়েছি।’
কোমোয় যোগ দেওয়ার পরপরই হাঁটুর চোটে পড়েন ভারানে। গত ১১ আগস্ট কোপা ইতালিয়ায় সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন। ফলে ফুটবল থেকে একটু আগে বিদায় নিতে হলো তাঁকে। তবে ক্লাবটির হয়ে ভিন্ন দায়িত্বে আসার ইঙ্গিতও দিয়ে রেখেছেন, ‘কোমোর হয়ে আমার জীবনের নতুন অধ্যায়ের শুরু হবে। এখানে আমি ভালো কিছু করার প্রত্যাশা করছি।’
২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন ভারানে। ২০২১ সালে জেতেন নেশনস লিগও। জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচে করেছেন ৫ গোল। ফরাসি ক্লাব লেঁসের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা ভারান, ক্লাবটির সিনিয়র দলে খেলেছেন ২০১০-১১ মৌসুমে। তারপর ২০১১ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে।
রিয়ালে ১০ মৌসুমে খেলেছেন ৩৬০ ম্যাচ। জিতেছেন তিনবার লা লিগা ও চারবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সব মিলিয়ে রিয়ালে ১৮টি শিরোপা জিতেছেন ভারান। ২০২১ সালের জুলাইয়ে রিয়াল ছেড়ে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০২২-২৩ মৌসুমে লিগ কাপ ও গত মৌসুমে এফএ কাপ জেতেন ম্যানইউর হয়ে। ক্লাবটির হয়ে তিন মৌসুমে ৯৫ ম্যাচ খেলে করেছেন ২ গোল।