দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব আল হাসান। কিন্তু পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, কানপুরে ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলে ফেললেন তিনি। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে আকাঙ্ক্ষিত বিদায় নিতে পারবেন কিনা- সেই প্রশ্নে অনেক যদি, কিন্তু আছে। তবে বিদেশের মাটিতে নিশ্চিতভাবেই শেষবার সাদা পোশাক খুলে রেখে দিচ্ছেন। আর এই বিশেষ ম্যাচে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পেলেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।
কানপুর টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসে ব্যর্থ হয়েছেন সাকিব। বল হাতে প্রথম ইনিংসে দুর্দান্ত ছিলেন, নিয়েছেন চারটি উইকেট। যার মধ্যে ছিল কোহলির উইকেটও। দুর্দান্ত এক ডেলিভারিতে ভারতীয় ব্যাটারকে বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। ৫ দিনের টেস্টের আড়াই দিন বৃষ্টিতে ভেসে গেলেও ম্যাচের ফল বের করে নিয়েছে ভারত।
বিদেশের মাটিতে শেষ টেস্টে ৭ উইকেটে হারলেও ফুরফুরে মেজাজেই ছিলেন সাকিব। ম্যাচ শেষে তাকে ব্যাট উপহার দেন কোহলি। এমআরএফ কোম্পানির ব্যাট নিজ হাতে সাকিবকে তুলে দেন তিনি। বিদায়ী উপহার দেওয়ার সময় বাঁহাতি অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।
২০০৭ সালে সাকিবের টেস্ট অভিষেক হলেও কোহলি চার বছর পর সাদা পোশাকে প্রথম ম্যাচ খেলেন। টেস্টে পরে এসেও বাংলাদেশি ব্যাটারের চেয়ে বেশি টেস্ট খেলে ফেলেছেন তিনি। মঙ্গলবার ম্যাচ শেষে সাকিবকে শ্রদ্ধা দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে পারস্পরিক সম্প্রীতি ও সম্মানকে তুলে ধরলেন কোহলি।
এরপর সাকিবকে সম্মাননা স্মারক উপহার দেন কানপুরে যাওয়া বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরা।