দেশের মাটিতে খেলে অবসরে যাওয়ার ভালো সম্ভাবনা আছে সাকিবের

বিসিবি সভাপতি
স্পোর্টস ডেস্ক
  ০৭ অক্টোবর ২০২৪, ২১:৫৫

শুরুতে ক্রিকেটার হিসেবে নিরাপত্তা দিতে চাইলেও রাজনীতিবিদ সাকিব আল হাসানকে দেশের মাটিতে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কিন্তু কদিন আগে দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, তিনি ব্যক্তিগতভাবে চান সাকিব যেন দেশের মাটিতে খেলে অবসর নেন।
এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের মুখেও একই সুর। আজ সোমবার বিসিবি পরিচালক পর্ষদের সভা শেষে ফারুক জানালেন, ‘সাকিবের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশে খেলে অবসরে যাওয়ার।’
তবে বিসিবি প্রধান আবারও জানালেন, তিনি তো বোর্ড সভাপতি। তার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকারের হাতে। সরকারের পক্ষ থেকেই আসতে হবে।
ফারুক বলেন, ‘লিগ্যালটা (আইনগত দিক) তো আমি বলতে পারবো না। আমার কথা হলো সর্বোচ্চ পর্যায় থেকে... আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছেন; তারা সিদ্ধান্ত নেবেন তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারবো।’