ভারতের ২৯৭ রানের জবাবে বাংলাদেশ হার মানলো বড় ব্যবধানে। ৭ উইকেটে তারা করেছে ১৬৪ রান। ১৩৩ রানে হেরে টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
তাওহীদ হৃদয় সর্বোচ্চ ৬৩ রানে অপরাজিত ছিলেন। লিটন দাস করেন ৪২ রান। তারা দুজনে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের জুটি গড়েছিলেন।
রবি বিষ্ণয় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন। মায়াঙ্ক যাদব নেন দুই উইকেট।
ছয় বলে দুই উইকেট হারানোর পর হৃদয়ের ফিফটি
১৭তম ওভারের তৃতীয় বলে মেহেদী হাসানকে নিতিশ এবং ১৮তম ওভারের দ্বিতীয় বলে রিশাদকে রবি বিষ্ণয় আউট হন। ৬ বলে ২ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয় ফিফটি করেন।
শেষ টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ৮ রান
ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮ রান করলেন মাহমুদউল্লাহ। লং অনে রিয়ান পরাগের ক্যাচ হন তিনি মায়াঙ্ক যাদবের বলে। ১৪.২ ওভারে ১৩০ রানে ৫ উইকেট হারালো বাংলাদেশ।
লিটন ঝড় থামলো
রবি বিষ্ণয়ের বলে থামলেন লিটন দাস। ২৫ বলে ৮ চারে ৪২ রান করেন তিনি। ১১.৪ ওভারে ১১২ রানে ৪ উইকেট হারালো বাংলাদেশ।
হৃদয়ের ছক্কায় বাংলাদেশের ১০০
হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা মেরে ১১তম ওভারে বাংলাদেশকে ১০০ এর ঘরে নেন তাওহীদ হৃদয়।
শান্ত ফিরে গেলেন পাওয়ার প্লেতে
পাওয়ার প্লেতে নাজমুল হোসেন শান্ত আউট হলেন। রবি বিষ্ণয় তাকে আউট করেন। ষষ্ঠ ওভারে সাঞ্জু স্যামসনের ক্যাচ হন ১৪ রান করে। ছয় ওভারে ৩ উইকেটে ৫৯ রান বাংলাদেশের।
তানজিদ আউট
দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিম জীবন পান। ওয়াশিংটন সুন্দর ক্যাচ ছাড়েন। চতুর্থ ওভারে তিনি বল হাতে তাকে ফেরান। বরুণ চক্রবর্তী তার ক্যাচ নেন।
১২ বলে ৩ চারে ১৫ রান করেন তানজিদ। ৩৫ রানে দুই উইকেট পড়লো বাংলাদেশের।
প্রথম বলেই আউট ইমন
মায়াঙ্ক যাদব প্রথম বলেই ফেরালেন পারভেজ হোসেন ইমনকে। রিয়ান পরাগকে ক্যাচ দেন তিনি। তানজিদ হাসান তামিম, তামিম ইকবালের পর ইমন ইনিংসের প্রথম বলে আউট হলেন।
বাংলাদেশকে ২৯৮ রানের লক্ষ্য দিলো ভারত
ভারত ৬ উইকেটে ২৯৭ রান করলো। টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বোচ্চ স্কোর।
শেষ ওভারে তানজিম হাসান সাকিব টানা দুই উইকেট নেন। হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৪৭ রান করেন। পরের বলে নিতিশ রেড্ডি ডাক মারেন।
পরাগকে ফেরালেন তাসকিন
ইনিংসের শেষের আগের ওভারে তাসকিন আহমেদ আউট করলেন রিয়ান পরাগকে। ১৩ বলে ১ চার ও ৪ ছয়ে ৩৫ রান করেন তিনি।
মাহমুদউল্লাহর শিকার সূর্য
মাহমুদউল্লাহর বলে আউট হলেন সূর্যকুমার যাদব। ৩৫ বলে ৮ চার ও ৫ ছয়ে ৭৫ রানে রিশাদ হোসেনের ক্যাচ হোন তিনি।
১১১ রান করে থামলেন স্যামসন
১১১ রান করে মোস্তাফিজুর রহমানের শিকার হলেন সাঞ্জু স্যামসন। ৪৭ বলে ১১ চার ও ৮ ছয়ে এই রান করে মেহেদী হাসানের ক্যাচ হোন তিনি। ১৪তম ওভারেই চার মেরে দলের ২০০ পার করেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি কোনও দলের।
৪০ বলে স্যামসনের সেঞ্চুরি
২২ বলে হাফ সেঞ্চুরি করা সাঞ্জু স্যামসন সেঞ্চুরি করেছেন ৪০ বল খেলে। ১৩তম ওভারে চার মেরে প্রথম ১০০ ছোঁন তিনি।
স্যামসনের তাণ্ডবের পর সূর্যের ফিফটি
সাঞ্জু স্যামসনের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করছে ভারত। সূর্যকুমার যাদব ২৩ বলে ফিফটি করেছেন। দশম ওভারে রিশাদকে ৫ ছক্কা মেরেছেন স্যামসন।
ভারতের দ্রুততম ১০০
পাওয়ার প্লেতে বাংলাদেশ ৮২ রান দিয়েছে। সাঞ্জু স্যামসন ও সূর্যকুমার ঝড় তুলেছেন। মাত্র ২২ বলে ফিফটি করেছেন সাঞ্জু। ৭.১ ওভারে ১ উইকেটে ১০০ ছাড়ায় ভারত। তার সঙ্গে ক্রিজে আছেন সূর্যকুমার যাদব। এটাই তাদের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি।
তানজিম ভাঙলেন ওপেনিং জুটি
প্রথম দুই ওভারে ২৩ রান তোলা ভারতের ওপেনিং জুটি ভেঙেছেন তানজিম হাসান সাকিব। মাত্র ৪ রানে অভিষেক শর্মাকে মেহেদী হাসানের ক্যাচ বানান তিনি।
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ টসে হেরেছে। ভারত আগে ব্যাটিং নিয়েছে।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান ঢুকেছেন।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ: সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নিতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণয়, মায়াঙ্ক যাদব।