বার্সার কাছে হেরে কষ্ট পাচ্ছেন আনচেলত্তি 

স্পোর্টস ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৪, ২৩:২৫

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বড় হারের তেঁতো স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরেছে লস ব্লাঙ্কোরা। মূলত বার্সার হাই লাইন ডিফেন্সেই আটকে গেছে রিয়াল। বার বার পড়তে হয়েছে অফসাইডের ফাঁদে। 
ঘরের মাঠে এমন হারে বেশ হতাশ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা কষ্ট পাচ্ছি, খুবই কঠিন মুহূর্ত। হেরে যাওয়ার মুহূর্ত সবসময়ই কঠিন। এতো ম্যাচ অপরাজেয় থাকার পর হেরে যাওয়াটা আরও কঠিন। ওরা ভালো খেলেছে। তবে মাঠে যা হয়েছে, তার প্রতিফলন পুরোপুরি পড়ছে না ফলাফলে।’
তিনি আরও বলেন, ‘প্রথম গোলের আগ পর্যন্ত সমান তালেই লড়াই হয়েছে। প্রথমার্ধে আমাদের খেলায় তাড়না ছিল, কিন্তু নিশানা ঠিকঠাক ছিল না। এগিয়ে যাওয়ার সুযোগ আমাদের ছিল, কিন্তু আমরা পারিনি। পরে ওরা দুই গোল করার পর আমাদের প্রাণশক্তি ক্ষয়ে যায়। খেলাটা বদলে যায় এরপরই।’
ম্যাচে বার বার অফসাইডের ফাঁদে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। এ প্রসঙ্গে আনচেলত্তি আরও বলেন, ‘আমরা জানতাম তারা ‘‘হাই লাইন’’ ডিফেন্স নিয়ে খেলবে, কিন্তু আমরা অল্পের জন্য বারবার সুযোগ হাতছাড়া করেছি। সে (এমবাপ্পে) সুযোগ পেয়েছে, কিন্তু কয়েকবার অফসাইড হয়ে গেছে। তিন-চারটি সুযোগ কাজে লাগাতে আরও নিখুঁত হওয়া প্রয়োজন ছিল তার নিশানা। আর সমস্যা হলো– দুই গোল হজম করার পর ঝুঁকি নিতেই হবে, এটাই স্বাভাবিক।’