আমেরিকার ভিসার জন্য আবেদনকারী ভারতীয়দের জন্য ১ আগস্ট থেকে নতুন নিয়ম চালু করেছে নয়াদিল্লিতে অবস্থিত অ্যামেরিকান দূতাবাস।
এ নিয়ম অনুযায়ী, আমেরিকার ভিসাপ্রত্যাশী সব ভারতীয়কে অবশ্যই পাসপোর্ট ও সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে হবে। কোনো ব্যক্তির পক্ষ হয়ে তার আত্মীয়সহ অন্য কেউ এসব নথি সংগ্রহ করতে পারবেন না।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীদের পাসপোর্ট, নথিপত্র ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বাড়াতে এ পরিবর্তন আনা হয়েছে।
১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে করণীয়
নতুন নিয়মে ১৮ বছরের কম বয়সীদের হয়ে তাদের মা-বাবা বা আইনি অভিভাবক পাসপোর্ট সংগ্রহ করতে পারেন, তবে এ ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকের মা-বাবার স্বাক্ষরযুক্ত সম্মতিপত্রের হার্ড কপি লাগবে। স্ক্যান করা বা ইমেইল কপি গ্রহণযোগ্য হবে না।
হোম বা অফিস ডেলিভারির সুবিধা
স্ক্যান করা বা ইমেইল কপি গ্রহণযোগ্য হবে না।
যেসব আবেদনকারী তাদের প্রয়োজনীয় নথি ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে সক্ষম নন, তাদের জন্য বিকল্প রয়েছে। এ ধরনের প্রত্যেক আবেদনকারী এক হাজার ২০০ রুপির বিনিময়ে হোম বা অফিস ডেলিভারির সুযোগ পাবেন। অনলাইনে ডেলিভারি প্রেফারেন্স বা ডেলিভারি অগ্রাধিকার আপডেটের মাধ্যমে এ সুবিধা পাওয়া সম্ভব হবে।
ডেলিভারি প্রেফারেন্স আপডেট কীভাবে করতে হবে?
এ ক্ষেত্রে শুরুতে ustraveldocs.com/in সাইটে লগইন করতে হবে। তারপর ভিসা অ্যাপ্লিকেশন হোম পেজ থেকে ‘ডকুমেন্ট ডেলিভারি ইনফরমেশন’ অপশনে ক্লিক করতে হবে। তারপর নাম সিলেক্ট করে ডেলিভারি পদ্ধতি বাছাই করে পরিবর্তনে সাবমিট দিতে হবে।
টেকনিক্যাল বা কারিগরি কোনো ইস্যু থাকলে ‘ফিডব্যাক/রিকুয়েস্টস’ অপশন ব্যবহার করে একটি স্ক্রিনশট ও ডেলিভারি লোকেশন সংযুক্ত করতে হবে।
অতীতে পাসপোর্টসহ অন্যান্য নথি সংগ্রহের নিয়ম
অতীতে আবেদনকারীরা একটি অনুমোদনপত্র, আবেদনকারীর পরিচয়পত্রের ফটোকপি এবং প্রতিনিধির বৈধ পরিচয়পত্রের মাধ্যমে তার পক্ষ হয়ে অন্য কাউকে দিয়ে পাসপোর্ট আনাতে পারতেন।
আগের নিয়ম অনুযায়ী,অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্ক্যান করা অনুমোদনপত্র গ্রহণযোগ্য ছিল। নতুন নিয়মে এ নমনীয়তার সুযোগ নেই।