মিশিগানে প্যালেস্টাইন সমর্থকদের বিক্ষোভের মুখে হ্যারিস

ডেস্ক রিপোর্ট
  ৩০ অক্টোবর ২০২৪, ১২:৩৮

সুইং স্টেইট মিশিগানের অ্যান আরবরে নির্বাচনি সমাবেশে প্যালেস্টাইন সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। এসময় তার সঙ্গে ছিলেন রানিং মেইট টিম ওয়ালয। সমাবেশে প্যালেস্টাইন সমর্থকদের স্লোগানে বাধাগ্রস্ত হয় হ্যারিসের বক্তব্য। এসময় তিনি প্রতিশ্রুতি দেন, যত দ্রুত সম্ভব গাযা যুদ্ধ শেষ করতে এবং জিম্মিদের মুক্ত করতে তার ক্ষমতায় থাকা সবকিছু করবেন তিনি।


এরপর হেমলক এলাকার একটি সেমিকন্ডাক্টর কারখানা পরিদর্শনে গিয়ে হ্যারিস বলেন, ‘ডনাল্ড ট্রাম্প শুধু মুখেই শ্রমিকদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন, বাস্তবে কাজ করেন ঠিক উল্টো।’ সমাবেশে মধ্যবিত্ত এবং শ্রমজীবীদের নিয়ে ট্রাম্প ভাবেন না বলেও মন্তব্য করেন হ্যারিস।


হ্যারিস তার বক্তব্যে তুলে ধরেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে কী হতে পারে। হ্যারিস বলেন, ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে নিজের শত্রুদের তালিকা করবেন। ভোটারদের সামনে নিজের এবং ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে পার্থক্য তুলে ধরেন হ্যারিস।
অর্থনীতিবিদদের বরাত দিয়ে হ্যারিস দাবি করেন, ট্রাম্পের নীতি দেশে মূল্যস্ফীতি আরও বাড়াবে। গুরুত্বপূর্ণ এই ব্যাটলগ্রাউন্ড স্টেইটটিতে অল্প সংখ্যক ভোটও নির্বাচনে বড় পার্থক্য গড়ে দিতে পারে তাই এখানে আরও কাজ করার বিষয়ে সজাগ রয়েছেন হ্যারিস।