হলিউডের সুপারস্টার আর্নল্ড শোয়ার্জনেগার। একজন বডিবিল্ডার হিসেবেও কিংবদন্তি তিনি। সেইসঙ্গে রাজনীতিবিদ শোয়ার্জনেগারের খ্যাতিও কম নয়। ক্যালিফোর্নিয়ার গর্ভনর হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন রিপাবলিকানের নেতা হিসেবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে হলিউডের অনেক তারকার মতো শোয়ার্জনেগারও সরব। জানিয়েছেন তিনি কাকে ভোট দেবেন। তিনি নিজে রিপাবলিকানের নেতা। তবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এই তারকা বেছে নিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে।
বুধবার শোয়ার্জনেগার এক্স (পূর্বে টুইটার) -এ নির্বাচনে তার পছন্দ সম্পর্কে একটি পোস্ট করেছেন। তিনি উল্লেখ করেছেন, সাধারণত আজকাল তিনি রাজনীতি এড়িয়ে চলেন এবং নির্বাচনে এখন আর কোনো প্রার্থীকে সমর্থন করেন না। তবে তিনি মনে করেন বর্তমান পরিস্থিতি উপেক্ষা করা সম্ভব নয়। তাই তিনি এবার প্রার্থী বাছাই করেছেন এবং ভোট দিতে যাবেন বলে সিদ্ধান্তও নিয়েছেন।
শোয়ার্জনেগার ২০২০ সালের নির্বাচনের ফলাফল গ্রহণে ডোনাল্ড ট্রাম্পের অস্বীকৃতির বিষয়ে হতাশা প্রকাশ করেছেন। বিষয়টিকে তিনি আমেরিকানসুলভ নয় বলে অভিহিত করেছেন। শোয়ার্জনেগার বলেন, ‘আমেরিকাকে একটি মহান দেশ হিসেবে দেখা উচিত। আবর্জনার ঝুড়ি হিসেবে নয়।’
ডোনাল্ড ট্রাম্পের আচরণে তিনি যে সন্তুষ্ঠ নন সেটাই জানিয়ে দিলেন। সেইসঙ্গে ডেমোক্রেটপ্রার্থীকে বাছাই করার যুক্তি হিসেবে দাবি করেন দলের চেয়ে দেশ ও জাতীয়তাবাদের আদর্শকেই বড় করে দেখেন তিনি। এ ব্যাপারে শোয়ার্জনেগার জোর দিয়ে বলেন, ‘একজন রিপাবলিকান হওয়ার আগে আমি সবসময় একজন আমেরিকান হব।’
তিনি ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি মনে করেন ট্রাম্প আবার যদি জেতেন তাহলে দেশ আরও বিভাজন ও হতাশার দিকে যাবে। প্রকৃত সমাধান আসবে না কোনোকিছুতেই। শোয়ার্জনেগার আরও বিশ্বাস করেন, ট্রাম্প গণতন্ত্রের প্রতি অসম্মান দেখিয়েছেন এবং আমেরিকানদের বিভক্ত করতে পছন্দ করেন। আর সেজন্যই শোয়ার্জনেগারের পছন্দ প্রেসিডেন্ট পদে কমলা ও ভাইস প্রেসিডেন্ট পদে টিম ওয়ালজ।