ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  ২০ মার্চ ২০২২, ১৩:৩৯

ইরান থেকে ছোড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাকের উত্তরের নগরী ইরবিলে আঘাত হেনেছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।


অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, একাধিক ক্ষেপণাস্ত্র ইরবিলে যেখানে মার্কিন কনস্যুলেট তার কাছেই আঘাত হেনেছে।

রোববার এই ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান কুর্দিস্তান আঞ্চলিক সরকারের কর্মকর্তারা।

‘জঘন্য ওই হামলায়’ তাদের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের পক্ষ থেকে হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে দেশটির সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘ইসরাইলের গোপন ঘাঁটিগুলো’ ওই হামলার লক্ষ্যবস্তু ছিল।

এই ক্ষেপণাস্ত্র হামলার ঠিক ছয় দিন আগে ইরানের রেভল্যুশনারি গার্ডের জ্যেষ্ঠ দুই কর্মকর্তাকে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ওই বিমান হামলা ইসরাইল চালিয়েছে বলে সন্দেহ ইরানের।

ইসরাইলকে ‘তাদের ওই অপরাধকাণ্ডের জন্য মূল্য দিতে হবে’ বলে প্রতিজ্ঞা করেছিল রেভল্যুশনারি গার্ড। ওদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা কাধিমিও ইরবিলে হামলার নিন্দা জানিয়েছেন।

টুইটারে এক পোস্টে তিনি লেখেন, প্রিয় নগরী ইরবিলে হামলা এবং সেখানকার সব বাসিন্দাকে আতঙ্কের মধ্যে ফেলার ঘটনা অবশ্যই আমাদের জনগণের নিরপত্তার ওপর আক্রমণের শামিল।