সিটিজেনশিপ, গ্রিনকার্ডসহ বিভিন্ন আবেদনে ফি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৩, ১৪:০৫

ইউএসসিআইএস বিভিন্ন আবেদনের জন্য ফি বাড়াতে চাইছে। এ বিষয়ের ওপর তারা ৩ জানুয়ারি নতুন প্রস্তাবিত ফি ঘোষণা করেছে। নতুন ঘোষিত বিল অনুযায়ী দেখা যাচ্ছে, সিটিজেনশিপ আবেদন, গ্রিনকার্ডের আবেদন, ট্রাভেল ডকুমেন্টের আবেদনসহ বিভিন্ন ক্যাটাগরির আবেদনে ফি বাড়ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ফি কমানো হয়েছে। তবে নতুন ফি প্রস্তাব করা হলেও সহসাই তা কার্যকর হবে না। এ জন্য সর্বজনীন মতমত গ্রহণ করা হবে। সেই মতামতের ভিত্তিতে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত বর্তমান ফি কার্যকর থাকবে। ফলে যারা সিটিজেনশিপসহ বিভিন্ন ক্যাটাগরিতে এখন আবেদন করার যোগ্য, তারা আগের ফি দিয়েই আবেদন করতে পারেন। নতুন ফি কার্যকর হলে আবেদনকারীদের অতিরিক্ত অর্থ গুনতে হবে।
নতুন ফি অনুযায়ী গ্রিনকার্ড নবায়ন ফি পেপার হলে বায়োমেট্রিকসহ এখন আছে ৫৪০ ডলার, আগামীতে হবে ৪৬৫ ডলার। কমবে ৭৫ ডলার। এই কমার হার ১৩.৮৮ শতাংশ। গ্রিনকার্ড নবায়নের ফি অনলাইনে হলে বায়োমেট্রিকসহ এটি হবে ৪৫৫ ডলার। এটি অপরিবর্তিত রয়েছে। গ্রিনকার্ড নবায়ন ফি অনলাইনে ও বায়োমেট্রিকসহ হলে এখন আছে ৫১০ ডলার, এটি হবে ৪৫৫ ডলার। ৮৫ ডলার কমবে। এই কমার হার ১৬.৬৬ শতাংশ। এদিকে ট্রাভেল ডুকমেন্ট অনলাইনে হলে এখন ৫৭৫ ডলার আছে, এটি আগামীতে হবে ৬৩০ ডলার। ৫৫ ডলার বাড়বে। এই ফি বাড়ার হার ৯.৫৬ শতাংশ। ট্রাভেল ডুকমেন্ট বায়োমেট্রিকসহ এখন আছে ৬৬০ ডলার। এটি আগামীতে করা হবে ৬৩০ ডলার। কমছে ৫ শতাংশ।
অ্যাসাইলিদের আবেদনের ক্ষেত্রে বিভিন্ন হারে ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি যার যার ক্যাটাগরি অনুযায়ী জানতে পারবেন এবং সেই হিসাব করে আবেদনের সঙ্গে অর্থ দিতে পারবেন।
সিটিজেনশিপের আবেদনের ক্ষেত্রে যারা এন-৪০০ ফর্ম পূরণ করবেন, তাদেরকে সিটিজেনশিপ অনলাইন অথবা পেপার আবেদন হলে ফি এখন আছে ৬৪০ ডলার, নতুন ফি হবে ৭৬০ ডলার, ১২০ ডলার বাড়বে। এটি ১৯ শতাংশ বাড়ছে। যারা বায়োমেট্রিক ফিসহ সিটিজেনশিপ আবেদন করবেন অনলাইনে বা পেপারে হলে ফি এখন আছে ৭২৫ ডলার, নতুন ফি হবে ৭৬০ ডলার। এ ক্ষেত্রে ৩৫ ডলার বাড়বে, যা ৫ শতাংশ। সিটিজেনশিপ ন্যাচারালাইজেশনের জন্য রিডিউসড ফি ৩২০-৩৮০ ডলার করা হয়েছে। এটি ৬০ ডলার বাড়ানো হয়েছে। বাড়ানোর হার ১৯ শতাংশ। এ ছাড়া ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে রিডিউসড ফি উইথ বায়োমেট্রিক ফি ৪০৫ ডলার ছিল, এখন এটি করা হচ্ছে ৩৮০ ডলার। ২৫ ডলার এটি কমানো হয়েছে, কমানোর হার ৬ শতাংশ।
এন-৬০০ অ্যাপ্লিকেশন ফি সিটিজেনশিপ সার্টিফিকেট অনলাইন আবেদন ১১৭০ ডলার এখন আছে, এটি হবে ১৩৮৫ ডলার। ২১৫ ডলার বেড়েছে। এই বাড়তি হার ১৮ শতাংশ। সিটিজেনশিপ ৬০০-কে অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট অ্যান্ড সার্টিফিকেট ইস্যুয়েন্স ১১৭০ ডলার থেকে ১৩৮৫ ডলার করা হয়েছে। এটি ১৮ শতাংশ বাড়ছে। এ ছাড়া অন্যান্য কিছু ফরমের সঙ্গে আবেদন জমা দেওয়ার সময় ফি দিতে হবে। পুরো ফির তালিকা প্রকাশ করেছে ইউএসসিআইএস। সেই হিসাবে নতুন ফি কার্যকর করার উদ্যোগ নেবে তারা।