সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে সম্পর্কের খবর প্রকাশের ২৫ বছর পর মুখ খুলেছেন হোয়াইট হাউসের সাবেক ইন্টার্ন মনিকা লিউইনস্কি। বেশ কিছু জ্ঞানের কথাও শেয়ার করছেন।
ভ্যানিটি ফেয়ারের জন্য ৪৯ বছর বয়সী এই কর্মী কয়েক বছর ধরে অর্জন করা অভিজ্ঞতার আলোকে ২৫ টি টিপস এবং কৌশল লিখেছেন।
তিনি কৌতুক করে বলেন, ‘যতই বছরের পর বছর কেটে যায়, ততই সহকর্মীদের বিষয়ে কারও কারও দৃষ্টিভঙ্গি আরও ভালো হয়ে যায়।’
এরপর তিনি মানুষকে ‘সাবধানতার সঙ্গে বন্ধু’ বেছে নিতে বলেন। কারণ ক্লিনটনের (৭৬) সাথে তার মিলন সম্পর্কে গোপন ফোনালাপ রেকর্ড করে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন তারই বন্ধু লিন্ডা ট্রিপ ।
ক্লিনটনের সাথে এই কুখ্যাত সম্পর্কের দুই দশকেরও বেশি সময় পর মনিকা লিউনস্কি তার সবচেয়ে বড় অনুশোচনা প্রকাশ করলেন।
তিনি বলেন, ‘পঁচিশ বছর আগে আমার বিশ্বে সবচেয়ে খারাপ বন্ধুদের একজন ছিল: লিন্ডা ট্রিপ। আমি তাকে এবং তার বিশ্বাসঘাতকতাকে ঘিরে থাকা বিরক্তি এবং তিক্ততা ভুলে গেছি। তবে আমি নতুন লোকেদের বিশ্বাস করতে পেরে খুবই সৌভাগ্যবতী।’
তিনি বলেন, ‘অবশেষে, আমি জানি না কিভাবে সরাসরি এবং অসহিষ্ণুভাবে বলতে হয়- আপনি অকল্পনীয় থেকে বেঁচে থাকতে পারেন। অকারণে আমি আমার ফিল্ম এবং টিভি প্রযোজনা সংস্থার নাম অল্ট এন্ডিং করিনি।’
লিউনস্কি এই প্রথমবার কলঙ্কজনক মুহূর্ত সম্পর্কে কথা বলেন।
তিনি ২০১৪ সালে শেয়ার করেছিলেন, ‘অন্তত আমার দৃষ্টিকোণ থেকে সেই সময়ে মানসিক ঘনিষ্ঠতা, ঘন ঘন দেখা, পরিকল্পনা করা, ফোন কল এবং উপহার বিনিময় করা সঠিক সংযোগ ছিল। আমার ২০-এর দশকের শুরুতে আমি বাস্তব জীবনের পরিণতি বুঝতে খুব একটা অভিজ্ঞ ছিলাম না। রাজনৈতিক সুবিধার জন্য আমি বলিদান করব তাও বুঝতে পারিনি। আমি এখন পিছনে তাকাই, অবিশ্বাসে মাথা নাড়লাম, এবং ভাবছি: আমি কী ছিলাম – আমরা কী ভাবছিলাম? আমি পিছনে ফিরে যেতে এবং টেপ রিওয়াইন্ড করার জন্য যেকোনো কিছু দেব।’
দুজনের যোগাযোগ (ট্রাইস্ট) তার কর্মজীবনকে প্রভাবিত করেছে। এফএক্স-এর ‘অভিশংসন: আমেরিকান ক্রাইম স্টোরি’ ২০১৬ সালে যখন মুক্তি পায় তখন তাকে আবার সবকিছু পুনরুদ্ধার করতে হয়েছে।
তিনি বলেন, ‘আপনি এক রাতে ব্যক্তিগত পছন্দের লোকের বিছানায় যান এবং পরের দিন আপনি একজন সাধারণ মানুষ। অথচ পুরো বিশ্ব আপনাকে ঘৃণা করে। এমনকি আপনি জেলে যেতে পারেন। আপনি আপনার পরিবারকে দেউলিয়া করতে যাচ্ছেন। এবং, এবং, এবং…। আমি ১৯৯৮ সালের মতো ২০ বছর ধরে প্রতি রাতে সংবাদে ছিলাম না; তার মানে এই নয় যে এই গল্পটি শেষ হয়েছে। আমি নিজেকে সমর্থন করতে পারিনি।’
লিউনস্কি এবং ক্লিনটনের সম্পর্ক ১৯৯৫ থেকে ১৯৯৭ পর্যন্ত স্থায়ী ছিল। কিন্তু ১৯৯৮ সাল পর্যন্ত এটি প্রকাশ পায়নি। সেই সময়ে এই রাজনীতিবিদ তদন্তাধীন ছিলেন এবং বড় ধরনের ও অপকর্মের জন্য প্রতিনিধি পরিষদ তাকে অভিশংসনের পক্ষে ভোট দেয়।
পরে তিনি ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে সব অভিযোগ থেকে খালাস পান এবং জানুয়ারি ২০০১ পর্যন্ত তার দ্বিতীয় মেয়াদ শেষ করেন।